Climate Identification From Warming And Precipitation Charts?উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র থেকে জলবায়ু শনাক্তকর?
⇛Climate Identification From Warming And Precipitation Charts.
উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র থেকে জলবায়ু শনাক্তকর
⇛গোলার্ধের নির্ণয় Identification of hemisphere:-
⇛উত্তর গোলার্ধ নির্ণয়ঃ-
⇛দক্ষিণ গোলার্ধ নির্ণয়ঃ-
যদি উষ্ণতার রেখার আকৃতি অবতল প্রকৃতির হয়,তাহলে মানচিত্রটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
⇛জলবায়ু শনাক্তকরঃ-
1)নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য জলবায়ু অঞ্চলঃ-
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-
সারাবছর উষ্ণতা বেশি থাকে। এপ্রিল-অক্টোবর মাস পর্যন্ত উষ্ণতা বেশি।
⇢বৃষ্টিপাতঃ-প্রতিমাসে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি।
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত উষ্ণতা বেশি।
⇢বৃষ্টিপাতঃ-প্রতিমাসে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি।
2)ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-এপ্রিল-আগস্ট পর্যন্ত উষ্ণতা বেশি।
⇢বৃষ্টিপাতঃ-গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। মে-অক্টোবর মাসে বেশি বৃষ্টিপাত হয়।
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-নভেম্বর-ফেব্রুয়ারি উষ্ণতা বেশি। মার্চ-জুন উষ্ণতা কম।
⇢বৃষ্টিপাতঃ-নভেম্বর-এপ্রিল মাসে বেশি বৃষ্টিপাত হয়। প্রতি মাসে বৃষ্টিপাত থাকে।
3)মধ্য-অক্ষাংশীয় স্তেপ বা নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-মে-সেপ্টেম্বর উষ্ণতা বেশি এবং শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে।
⇢বৃষ্টিপাতঃ-বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। মে-আগস্ট
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-নভেম্বর-মার্চ উষ্ণতা বেশি ও জুন-আগস্ট মাসের উষ্ণতা কম।
⇢বৃষ্টিপাতঃ-গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
4)ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-এপ্রিল-আগস্ট মাসের উষ্ণতা বেশি।
⇢বৃষ্টিপাতঃ-শীতকালে নভেম্বর-ফেব্রুয়ারি মাসে বেশি বৃষ্টিপাত হয়।
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-সেপ্টেম্বর থেকে মার্চ উষ্ণতা বেশি ও মে-আগস্ট উষ্ণতা কম।
⇢বৃষ্টিপাতঃ-শীতকালে এপ্রিল-নভেম্বর বৃষ্টিপাত বেশি হয়।
5)উষ্ণ মরু জলবায়ু অঞ্চল
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-এপ্রিল-আগস্ট উষ্ণতা খুব বেশি।
⇢বৃষ্টিপাতঃ-প্রত্যেক মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং শীতকালে বৃষ্টি হয়।মার্চ-অক্টোবর
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-সেপ্টেম্বর-মার্চ উষ্ণতা বেশি ও মে-আগস্ট উষ্ণতা কম।
⇢বৃষ্টিপাতঃ-মার্চ-অক্টোবর বৃষ্টিপাত বেশি।
6)তুন্দ্রা জলবায়ু অঞ্চল
⇨উত্তর গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-জুন-আগস্ট উষ্ণতা বেশি ও শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে।
⇢বৃষ্টিপাতঃ-সারাবছরই বৃষ্টিপাত হয়, তবে তার পরিমাণ কম। গ্রীষ্মকালে বৃষ্টিপাত একটু বেশি হয়।
⇨দক্ষিণ গোলার্ধঃ-
⇢উষ্ণতাঃ-নভেম্বর-ফেব্রুয়ারি উষ্ণতা বেশি, তবে বেশিরভাগ সময় উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে ও মে-আগস্ট উষ্ণতা কম।
Nice
ReplyDelete