সুন্দরবন অঞ্চলের বন্যা সংক্রান্ত বিস্তারিত বিবরণ?
সুন্দরবন অঞ্চলের বন্যা সংক্রান্ত বিস্তারিত বিবরণ? ⇛ভূমিকাঃ- সুন্দরবন অঞ্চলটি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণাংশে অবস্থান করছে, এর পাশাপাশি বাংলাদেশেও সুন্দরবন অঞ্চলটি লক্ষ্য করা যায়। গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদের বাহিত পলি রাশি জমাট হয়েছে বঙ্গোপসাগরের বুকে এবং এখানে একটা ব-দ্বীপ সমভূমির গঠন করেছে যা পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি, এই ব-দ্বীপ সমভূমির উপর আমাদের এই সুন্দরবন অঞ্চলটি গড়ে উঠেছে। এই সুন্দরবন অঞ্চলে লবণাক্ত পরিবেশে ম্যানগ্রোভ অরণ্যের উপস্থিতি লক্ষ করা যায়।যেমন সুন্দরী গরান, গেওয়া, গোলপাতা, প্রভৃতি এরমধ্যে সবথেকে বেশি পরিমাণে আমরা সুন্দরী বৃক্ষকে দেখতে পাই। তাই এই সুন্দরী বৃক্ষের জন্য এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে, সুন্দরবন অঞ্চল। যা ভারতের প্রায় ৩৭ মিলিয়ন হেক্টর জুড়ে অবস্থান করছে। সুন্দরবন অঞ্চলের প্রধান সমস্যা হলো বন্যা। এই বন্যার পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বিভিন্ন শাখা নদীর জোয়ারের জলে পুষ্ট নদীর জল গুলি বর্ষাকালে প্রবল বন্যা সৃষ্টি করে। যেমন ভাগীরথী ও হুগলি নদীর শাখা,যা এই অঞ্চলের মানুষের জীবনকে দুর্দশা ময় করে তুলে। ⇛...